ঐচ্ছিক তহবিল থেকে ১৬ লাখ টাকা অনুদান দিচ্ছেন ডিএসসিসি মেয়র

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের ঐচ্ছিক তহবিল থেকে ১৬ লাখ টাকা অনুদান দেওয়া হবে। ব্যক্তি পর্যায়ে আবেদনের পরিপ্রেক্ষিতে ৯ জনের জন্য ১৬ লাখ ২৫ হাজার টাকা অনুদান মঞ্জুর করেছে ডিএসসিসি। আজ রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসসিসির ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটে বরাদ্দকৃত মেয়রের ঐচ্ছিক তহবিল খাত থেকে এককালীন এই অনুদান মঞ্জুর করে ইতোমধ্যে দপ্তর আদেশ জারি করেছেন ডিএসসিসি সচিব আকরামুজ্জান।
সচিব জানান, মেয়রের অনুমোদনক্রমে এই দপ্তর আদেশ জারি করা হয়েছে। ডিএসসিসি প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা অনুদানের এই টাকা পরিশোধের ব্যবস্থা করবেন।
জানা গেছে, বরাদ্দকৃত এ ১৬ লাখ টাকা ২৫ হাজার টাকার মধ্যে কাজীরবাগ মনিঋষি সম্প্রদায়ের পঞ্চায়েত কমিটির নামে নলকূপ নির্মাণের জন্য ৫ লাখ টাকা, গেন্ডারিয়ার এক ব্যক্তির মায়ের চিকিৎসার জন্য ২ লাখ টাকা, ঝিগাতলার এক নারীর স্বামীর চিকিৎসার জন্য ২ লাখ টাকা, ফরাশগঞ্জ ও হাজারীবাগ এলাকার দুই ব্যক্তির মা এবং নিজের চিকিৎসার জন্য ২ লাখ করে মোট ৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এ ছাড়াও ডিএসসিসির একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চিকিৎসার জন্য ২ লাখ টাকা, হাজারীবাগ এলাকার এক ব্যক্তির মেয়ের বিয়ের জন্য ২৫ হাজার টাকা, একই এলাকার দুঃস্থ এক ব্যক্তির জন্য ৫০ হাজার টাকা এবং নিউ মার্কেট এলাকার এক ব্যক্তির স্ত্রীর চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা অনুদান মঞ্জুর করা হয়েছে।