ওমরাহ করতে গিয়ে অসুস্থ, পরে অবৈধ, দেশে ফিরিয়ে আনল পুলিশ

মোহাম্মদ ইব্রাহিম (২৫) পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন। ওমরাহ পালন শেষে তিনি অসুস্থ হয়ে পড়েন। ফলে সেখানে থেকে যেতে বাধ্য হন। একপর্যায়ে তিনি সেখানে অবৈধ হয়ে যান। অসুস্থ শরীর নিয়েই তিনি সেখানে লুকিয়ে বেড়াচ্ছিলেন।
এ অবস্থায় মোহাম্মদ ইব্রাহিম কোথাও যেতে পারছিলেন না। ফলে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। ছেড়ে দিয়েছিলেন বেঁচে থাকার আশাও। এক সময় তিনি মানুষের পরামর্শে বাংলাদেশ পুলিশের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজের বার্তাবাক্সে যোগাযোগ করে সহযোগিতা চান। এ ঘটনা গত ২৪ ফেব্রুয়ারির।
এরপর পুলিশ ইব্রাহিমকে দেশে ফিরিয়ে আনার জন্য কাজ শুরু করে। শেষমেশ গতকাল শুক্রবার রাতে বৈধভাবে দেশে ফিরেছেন মোহাম্মদ ইব্রাহিম।
আজ বাংলাদেশ পুলিশের জনসংযোগ শাখার এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইব্রাহিম এক বছরের অধিক সময় ধরে অসুস্থ। তবে ইব্রাহিম কোন বছর হজ করতে সৌদি আরব গিয়েছিলেন তা উল্লেখ করা হয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত ‘বাংলাদেশ পুলিশ অফিসিয়াল ফেসবুক পেজের বার্তাবাক্সে মোহাম্মদ ইব্রাহিম জানান, অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না তিনি। দেশেও ফিরতে পারছেন না। তাঁকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে তিনি পুলিশের সহযোগিতা চান।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোহাম্মদ ইব্রাহিমের বার্তাটি দেখার সঙ্গে সঙ্গেই তাঁর বিষয়ে বিস্তারিত জানতে তাঁর বাংলাদেশের ঠিকানায় পরিবারে যোগাযোগ করে পুলিশ। তাঁর নিজ বাড়ি কক্সবাজার জেলার টেকনাফে। পরে তাঁর অসুস্থতা ও অসহায়ত্বের বিষয়টি নিশ্চিত হয়ে মানবিক কারণে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ শাখা পাশে দাঁড়ায়। পরে তাঁর বিষয়টি নিয়ে বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মোস্তফা জামিলের সঙ্গে পরামর্শ করে তাঁর সহযোগিতা চাওয়া হয়।
মোস্তফা জামিলের পরামর্শ ও সহযোগিতায় অসুস্থ বাংলাদেশি নাগরিকের সঙ্গে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের যোগাযোগ করিয়ে দেওয়া হয়। বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় দ্রততম সময়ে বৈধ ট্রাভেল ডকুমেন্টস পেয়ে যান মোহাম্মদ ইব্রাহিম। গতকাল রাতে তিনি দেশে ফিরেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।