লাভের পথে ‘কুলি’, ফ্লপের দিকে ‘ওয়ার ২’?

গেল ১৪ আগস্ট ভারতে মুক্তি পাওয়া দুটি বড় বাজেটের সিনেমারজনীকান্তের ‘কুলি’ ও হৃতিক রোশন, জুনিয়র এনটিআর ও কিয়ারা আডভানির ‘ওয়ার২’; নেতিবাচক সমালোচনার পরও বক্স অফিসে ভালো আয় করছে সিনেমা দুটি। কিন্তু আয় হারের বিশ্লেষণ দেখাচ্ছে, ‘কুলি’ লাভের পথে, আর ‘ওয়ার ২’ ফ্লপ হওয়ার দিকে।
রজনীকান্তের ‘কুলি’র নির্মাণ বাজেট প্রায় ৩৫০ কোটি রুপি। প্রিন্ট ও প্রচারণার জন্য অতিরিক্ত ২৫ কোটি বরাদ্দ থাকায় মোট বাজেট দাঁড়িয়েছে প্রায় ৩৭৫ কোটি রুপি।
ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, সিনেমাটি মুক্তির প্রথম ছয় দিনে ভারতের মোট টিকিট বিক্রি হয়েছে ২১৬ কোটি রুপির, যা নির্মাণ বাজেটের প্রায় ৬১%। বিশ্বব্যাপী সেটা ৪০০ কোটি রুপির, যা নির্মাণ বাজেটের তুলনায় বেশি।
মুক্তির প্রথম দিন থেকে ষষ্ঠ দিনে টিকিট বিক্রির হার কমেছে প্রায় ৮৫ শতাংশ; প্রথম দিন টিকিট বিক্রি হয়েছিল ৬৫ কোটির , ষষ্ঠ দিনে কেবল ৯.৫ কোটি। তবে প্রথম ছয় দিনে মোট আয় বাজেটের বড় অংশ পূরণ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, সিনেমাটি এখনো লাভের পথে রয়েছে।
অন্যদিকে, ‘ওয়ার ২’ নির্মাণ বাজেট প্রায় ৪০০ কোটি রুপি। ভারতীয় গণমাধ্যম অনুযায়ী, সিনেমাটির প্রথম ছয় দিনের ভারতে টিকিট বিক্রি হয়েছে ১৯৩.৫০ কোটি রুপির, যা বাজেটের মাত্র ৪৮%। আন্তর্জাতিক বাজারে সেটা ২৯৮ কোটি রুপি।
প্রথম দিনে টিকিট বিক্রি হয়েছিল ৫২ কোটি রুপি, ষষ্ঠ দিনে কমে এসেছে মাত্র ৮ কোটিতে। অর্থাৎ, দৈনিক আয় কমেছে প্রায় ৮৫ শতাংশ। এই হ্রাসের প্রবণতা ও মোট আয় বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন, বাজেট পুরোপুরি তুলতে এবং লাভে যেতে ‘ওয়ার ২’-এর জন্য যথেষ্ট কঠিন, তাই এটি ফ্লপ হওয়ার দিকে এগোচ্ছে।