ওসমানী মেডিকেলে বসছে আরেকটি পিসিআর ল্যাব ও দেড়শতাধিক শয্যা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2020/07/14/u.jpg)
করোনা পরীক্ষা ও চিকিৎসার গতি বাড়াতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরো একটি পিসিআর ল্যাব, দেড় শতাধিক শয্যা ও ২০ হাজার লিটারের অক্সিজেন প্ল্যান্ট বসানোর উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালটির পক্ষ থেকে জানানো হয়েছে, সিলেটে করোনা চিকিৎসায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পাশাপাশি হযরত শাহপরান (র.) হাসপাতালেও করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ দুটির পাশাপাশি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দুটি ওয়ার্ডের শতাধিক শয্যা নির্ধারণ করা হয়েছে করোনা চিকিৎসার জন্য। দুটি ওয়ার্ড ছাড়াও আরো কয়েকটি ওয়ার্ডে সীমিত হারে মোট ১৮৫টি করোনা বেড প্রস্তুত রেখেছে হাসপাতালটি।
এ ছাড়া, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ১০ হাজার লিটার অক্সিজেন প্ল্যান্ট থাকলেও করোনা পরিস্থিতিতে আরো ২০ হাজার লিটারের অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এই কাজ এরই মধ্যে শেষ পর্যায়ে চলে এসেছে। পাশাপাশি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে নমুনা জট দেখা দেওয়ায় আরেকটি পিসিআর ল্যাব বসানো হবে।
এসব বিষয়ে যোগাযোগ করা হলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, ‘আমরা প্রথম থেকেই করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসা দিয়ে আসছি। করোনা রোগীদের মধ্যে অনেকেই অনেক জটিল রোগে ভোগেন। তাদের করোনার পাশাপাশি নিয়মিত রোগের চিকিৎসা দিতে হয়। এসব বিষয় বিবেচনায় সংশ্লিষ্ট বিভাগে করোনা পজিটিভ ও উপসর্গের রোগীদের জন্য ভিন্ন ব্লক করে আলাদা বেড করা হয়েছে।’
ডা. হিমাংশু লাল রায় আরো বলেন, ‘ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ১০ হাজার লিটারের অক্সিজেন প্ল্যান্ট আছে। নতুন করে আরো ২০ হাজার লিটারের অক্সিজেন প্ল্যান্ট বাড়ানোর কাজ শেষ পর্যায়ে। আশা করছি, দ্রুতই এর সব কাজ শেষ হয়ে যাবে।’
নমুনা জটের কারণে নতুন আরেকটি পিসিআর ল্যাব বসানোর জন্য চেষ্টা চলছে জানিয়ে ডা. হিমাংশু বলেন, ‘এর জন্য কিছুটা সময় লাগবে।’