কক্সবাজারে আরো ৭১ জনের করোনা শনাক্ত

কক্সবাজারে বৃহস্পতিবার ৭১ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ৬৯ জন নতুন আক্রান্ত, বাকি দুজন ফলোআপ রোগী। কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার গভীর রাতে পাওয়া তথ্যে জানা যায়, সেদিন কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৪৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে দুজন ফলোআপ রোগীসহ ৭১ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে ৬২ জনই কক্সবাজার জেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে আবার কক্সবাজার সদর উপজেলার রোগী রয়েছে ৪১ জন। এ ছাড়া চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পাঁচজন ও সাতকানিয়া উপজেলার রোগী রয়েছে একজন। পাশের বান্দরবান জেলার একজন আক্রান্তদের মধ্যে রয়েছে।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।