কক্সবাজারে চার রোহিঙ্গাসহ ৪৮ জনের করোনা শনাক্ত

কক্সবাজার মেডিকেল কলেজ । ছবি : সংগৃহীত
কক্সবাজার জেলায় আজ রোববার সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে আজ বিকেলে পাওয়া তথ্যে রোহিঙ্গা ক্যাম্পের চার রোহিঙ্গা এবং পাশের বান্দরবান জেলার নাইকংছড়ি উপজেলার একজনসহ মোট ৪৯ জনের করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এসেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮২ জনের। এ নিয়ে কক্সবাজারে ২৫ রোহিঙ্গাসহ মোট করোনা রোগী পাওয়া গেছে ৩৯৬ জন।