কক্সবাজারে হাজার ছাড়াল করোনা রোগীর সংখ্যা, উপসর্গে দুজনের মৃত্যু

কক্সবাজার জেলায় করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা হাজার ছড়িয়েছে। জেলায় এখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা রোহিঙ্গাসহ এক হাজার ৯৫ জন। আজ সোমবার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে সর্বোচ্চ সংখ্যক ১২৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
অপর দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে করোনা উপসর্গে দুজন মারা গেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে আজ সোমবার রাত ৯টায় জানা যায়, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৪৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২৬ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে। এর মধ্যে ছয়জন রোহিঙ্গাসহ কক্সবাজার জেলার রোগীর সংখ্যা ৯৯ জন। এতে কক্সবাজার সদর উপজেলায় করোনা আক্রান্ত রয়েছে ৪৭ জন। এ ছাড়া পাশের বান্দরবান জেলার পজিটিভ রিপোর্ট ১৪ জন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চারজন ও লোহাগড়া উপজেলার রোগী রয়েছে নয়জন।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
আজকের ৯৯ জন সহ কক্সবাজার জেলার মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯৫ জন। আজ পজিটিভ হওয়া ৬ রোহিঙ্গাসহ মোট রোহিঙ্গা করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৩৬ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে এক রোহিঙ্গাসহ ২১ জন।
এদিকে কক্সবাজার জেলায় করোনা উপসর্গে আজ কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নাজেম উদ্দিন এবং স্থানীয় একটি পত্রিকার সার্কুলেশন কর্মকর্তা সাকের আহমেদ মারা গেছেন।
কক্সবাজার জেলা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, আজ সোমবার সকালে শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক নাজেম উদ্দিন জেলা সদর হাসপাতালে ভর্তি হয়। বিকেল ৫টার দিকে আইসিইউ বেডের অভাবে নাজিম উদ্দীনের মৃত্যু হয়। অপর দিকে সাকের আহমেদকে রোববার রাতে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে আজ ভোর রাতে তাঁর মৃত্যু হয়। তাদের দুজনেরই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।