কক্সবাজারে ১৪ লাখ পিস ইয়াবা জব্দ, দুজন আটক
কক্সবাজারে এযাবৎকালের সবচেয়ে বড় ইয়াবার চালান আটক করেছে পুলিশ। কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম সদর উপজেলার চৌফলদণ্ডী নৌঘাট এলাকা থেকে ইয়াবাগুলো জব্দ এবং পাচারে জড়িত অভিযোগে দুজনকে আটক করেছে।
কক্সবাজার জেলায় এটিই এযাবৎকালের সবচেয়ে বড় ইয়াবার চালান আটকের ঘটনা বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ এই ইয়াবার চালান জব্দ করে।
ঘটনাস্থলে কক্সবাজারের পুলিশ সুপার হাসানুজ্জামান সংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পায় যে মিয়ানমার থেকে সমুদ্রপথে ইয়াবা ট্যাবলেটের একটা বড় চালান সদর উপজেলার চৌফলদণ্ডী সেতুর কাছে নৌঘাটে এসে ভিড়বে। গোপন এ তথ্যের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের দল শ্রমিকের ছদ্মবেশ ধারণ করে ঘাটে অবস্থান নেয়। দুপুরে ফিশিং ট্রলারটি ঘাটে এলেই পুলিশ ইয়াবাসহ ট্রলারটি জব্দ করে। এ সময় দুই ইয়াবা কারবারিকে আটক করে পুলিশ। পুলিশের কয়েকটি দলের সমন্বয়ে চালানো হয় এ অভিযান। এ সময় ট্রলার থেকে সাত বস্তা ইয়াবা জব্দ করা হয়। সাত বস্তায় সর্বমোট ১৪ লাখ ইয়াবা ট্যাবলেট রয়েছে বলে সাংবাদিকদের জানান পুলিশ সুপার।
পুলিশ সুপার হাসানুজ্জামান আরো বলেন, ‘এই চালানের সঙ্গে একটি চক্র জড়িত। এই চক্রের দুজনকে হাতেনাতে আটক করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।’