কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের দায়ে তিন ছাত্রী বহিষ্কার

র্যাগিংয়ের দায়ে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অন্য সব ধরনের কার্যক্রম থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় গতকাল রোববার বিকেলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। সাময়িক বহিষ্কৃত ছাত্রীরা হলেন সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের তোয়াবা নুশরাত মীম ও শায়রা তাসনিম আনিকা এবং চারুকলা বিভাগের মৌমিতা পারভিন। তিনজনই ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় চেকপোস্টের কাছে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের দুই ছাত্রছাত্রীকে ‘ম্যানার’ শেখানোর নামে মাত্রাতিরিক্ত র্যাগিং করা হয়। এতে তাঁরা অসুস্থ হয়ে পড়লে তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় প্রতিবাদ ও সমালোচনা শুরু হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন রাতেই চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে। গতকাল বিকেলে ওই কমিটির তদন্ত প্রতিবেদন দাখিলের পর জরুরি বৈঠকে বসে শৃঙ্খলা কমিটি। ওই বৈঠকে তিন ছাত্রীকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।