করোনাভাইরাস প্রতিরোধে পর্যাপ্ত প্রস্তুতি নেই সরকারের : নজরুল

করোনাভাইরাস নিয়ে রাজনৈতিক বক্তব্য কাম্য নয় মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘করোনোভাইরাস প্রতিরোধে পর্যাপ্ত প্রস্তুতি নেই সরকারের।’ বিশ্বব্যাপী করোনাভাইরাস প্রতিরোধে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে, সে তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে বলেও মন্তব্য করেন তিনি।
জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) একাংশের আয়োজিত ‘রক্তাক্ত স্বাধীনতা, গণতন্ত্র ও দেশনেত্রীর মুক্তি’ শীর্ষক আলোচনাসভায় এসব কথা বলেন নজরুল ইসলাম খান।
এ সময় নজরুল ইসলাম বলেন, ‘আমরা দেখলাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব গতকাল বলেছেন বিএনপি করোনাভাইরাস নিয়ে রাজনীতি করে। বিএনপি করোনাভাইরাস নিয়ে রাজনীতি করে না। আমরা একটি রাজনৈতিক দল হিসেবে এ ব্যাপারে মতামত অবশ্যই ব্যক্ত করতে চাই যে, এ ব্যাপারে সরকারের যথেষ্ট প্রস্তুতি নেই।’
নজরুল ইসলাম আরো বলেন, ‘সবকিছুতেই বিএনপির সমালোচনায় মুখর থাকে সরকার। করোনাভাইরাসের আতঙ্কে যখন সন্ত্রস্ত গোটা দেশের মানুষ, তখনো বিএনপির সচেতনামূলক কর্মসূচি নিয়ে ব্যঙ্গ করছে সরকার।’
বিএনপির এই নেতা বলেন, ‘করোনার প্রস্তুতি শুধু যারা আক্রান্ত হয়েছেন, তাঁদের জন্য নয়, যাঁরা তাঁদের চিকিৎসা করবেন, সেই ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, তাঁদের জন্যও কিন্তু যথেষ্ট প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে।’
করোনাভাইরাসে বিএনপি নয়, আওয়ামী লীগ আক্রান্ত—এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরো বলেন, ‘বিএনপি ভাইরাসে আক্রান্ত না। আপনাদের যুব সংগঠন ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে তাদের নেতৃত্ব বলছেন। সম্প্রতি যুব মহিলা লীগ ভাইরাসে আক্রান্ত হয়েছে। আবার শুনলাম আওয়ামী লীগের অফিসের মধ্যে ভাইরাস হয়ে গেছে। ভাইরাসে তো আপনারা আক্রান্ত হয়েছেন, আমরা না। কিন্তু আমরা ভাইরাস থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করছি।’ সেই দোয়াই করোনাভাইরাস থেকে শুরু করে আপনাদের মধ্যের ভাইরাস থেকেও আপনারা সুস্থ হয়ে যান। আমরা দেশে সুষ্ঠু রাজনীতি চর্চার প্রত্যাশা করি।’
সরকারের সমালোচনা করে নজরুল ইসলাম বলেন, ‘গণতন্ত্র বারবার হত্যা করেছে একদল আর বারবার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে এনেছে আরেক দল। কিন্তু তারপরও যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের জন্ম, সেই বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে, পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্বদানকারী নেত্রী খালেদা জিয়া কারাগারে। আমরা সবাই তাঁর মুক্তি চাই।’
জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম শাহদাতের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার প্রমুখ।