করোনাভাইরাস প্রতিরোধে ফেনী বিলোনিয়া স্থলবন্দরে মেডিকেল বোর্ড

করোনাভাইরাস প্রতিরোধে ফেনী বিলোনিয়া স্থলবন্দরে মেডিকেল বোর্ড গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এতে চীন থেকে ভারত হয়ে আসা বাংলাদেশে দর্শনার্থীদের বিশেষ মেডিকেল চেকআপের মাধ্যমে দেশে প্রবেশ করানো হচ্ছে। আর যতদিন করোনাভাইরাসের প্রকোপ বন্ধ না হবে, ততদিন এ কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে ফেনী স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ।
ক্যাম্প মেডিকেল কর্মকর্তা ডা. মো. তোহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার থেকে ফেনী পরশুরাম উপজেলার বিলোনিয়া স্থলবন্দরে চার সদস্যবিশিষ্ট একটি মেডিকেল ক্যাম্প কাজ শুরু করেছে। এখানে একজন চিকিৎসা কর্মকর্তা ও তিনজন সহকারী দিয়ে কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চীন ও ভারত থেকে আসা দর্শনার্থীদের বিশেষ পদ্ধতিতে শারীরিক পরীক্ষা করা হচ্ছে। ভাইরাস আক্রান্ত কোনো মানুষ যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে জন্য কার্যক্রমটি চালুর রাখার দাবি জানান স্থানীয়রা।
জেলা সিভিল সার্জন ডা. আবদুল মোমেন জানান, শরীরে ভাইরাসের আলামত পাওয়া গেলে তাৎক্ষণিক তাঁকে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঁচ শয্যাবিশিষ্ট আইসলিউশন কক্ষে ভর্তি করা হবে। সেখানে দুজন ডাক্তার তাঁদের সর্বক্ষণ পর্যবেক্ষণে থাকবেন।
এরই মধ্যে ভাইরাসটি প্রতিরোধ ও সতর্কতার লক্ষ্যে লিফলেট বিতরণসহ জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করছে জেলা স্বাস্থ্য বিভাগ।