করোনার উপসর্গে খুলনা মেডিকেলে একদিনেই ৫ জনের মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে একদিনেই পাচঁজনের মৃত্যু হয়েছে। খুমেক হাসপাতালের করোনা মুখপাত্র ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস আজ শুক্রবার এ খবর নিশ্চিত করেছেন।
মৃত ব্যক্তিরা হলেন, খুলনা মহানগরের খালিশপুরের আবদুল গনি সরদারের স্ত্রী জরিনা বেগম (৬০), রূপসা উপজেলার খাজাডাংগা গ্রামের মো. আলী (৬০), যশোরের অভয়নগর উপজেলার বাবুল ফরাজীর স্ত্রী রুমা বেগম (৩৫), নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের মৃত নিতাইয়ের ছেলে কার্তিক (৪০) এবং খুলনা সদর উপজেলার ৫ নম্বর ঘাট এলাকার জামশেদ আলম (৬০)।
ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস জানান, করোনার উপসর্গ নিয়ে খুমেক হাসপাতালে আজ সকালে মৃত্যু হয় জরিনা বেগম ও মো. আলীর। দুপুরে মারা যান রুমা বেগম। এবং বিকেলে মৃত্যু হয় কার্তিক ও জামশেদ আলমের। এই পাচঁজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলেও জানান তিনি।