করোনার টিকা না পেয়ে সোহরাওয়ার্দী মেডিকেলে প্রবাসীদের বিক্ষোভ
মোবাইল ফোনে খুদেবার্তায় দেওয়া তথ্য অনুযায়ী আজ বুধবার সকাল ১০টায় টিকা নিতে হাসপাতালে জড়ো হন প্রবাসীরা। এসে দেখেন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ছুটির কারণে টিকা দেওয়া বন্ধ। দূর-দূরান্ত থেকে আসা প্রবাসী বলছেন, টিকা না নিয়ে তাঁরা যাবেন না।
হাসপাতাল কর্তৃপক্ষ আগে থেকে জানায়নি সরকারি ছুটি ঈদে মিলাদুন্নবীর (সা.) দিন করোনাভাইরাসের টিকা দেওয়া হবে না—এমন অভিযোগ তুলে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ করেছেন প্রবাসীরা। আজ সকাল ১০টার পর থেকে এ বিক্ষোভ শুরু করেন প্রবাসীরা।
প্রবাসীদের দাবি—মুঠোফোনে দেওয়া বার্তা অনুযায়ী আজ বুধবার টিকা দেওয়ার কথা। কিন্তু, হাসপাতাল কর্তৃপক্ষ যে টিকা দেবে না, তা আগে থেকে জানিয়ে দেওয়া হয়নি। ফলে তাঁরা টিকা নিতে এসেছেন। কিন্তু, এসে জেনেছেন—টিকা দেওয়া হবে না আজ।
প্রবাসীরা জানান, আজ ছুটির দিনে টিকা না দিলে কবে দেওয়া হবে, সেটাও হাসপাতাল থেকে জানানো হয়নি। অথচ, তাঁরা দূরদূরান্ত থেকে সকাল থেকে থেকে হাসপাতালে হাজির হয়েছেন।
এসব বিষয়ে জানতে চাইলে সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান বলেন, ‘ঈদে মিলাদুন্নবীর (সা.) ছুটি ছিল মূলত মঙ্গলবার। সেটি পরিবর্তন হওয়ায় এসএমএস জটিলতা তৈরি হয়েছে। এখন তো আসলে টিকা দেওয়া সম্ভব নয়।’
মো. খলিলুর রহমান বলেন, ‘টিকাপ্রত্যাশীদের আমরা আগেই এসএমএস দিয়েছি। যে কারণেই আসলে ঝামেলাটা তৈরি হয়েছে। আমরা টিকাপ্রত্যাশীদের বুঝিয়েছি, আজ টিকা দেওয়া সম্ভব নয়। এ টিকা আগামীকাল অবশ্যই প্রবাসীরা পাবেন।’
প্রবাসীদের একজন কুমিল্লা থেকে আসা সামির হোসেন। তিনি বলেন, ‘সামনে আমার ফ্লাইট। সেজন্য টিকা দরকার। আজ ভোরে কুমিল্লা থেকে রওনা দিয়ে হাসপাতালে এসেছি। কিন্তু এখন শুনলাম, টিকা দেবে না। তাহলে কি আমি এখন আবার কুমিল্লাতে চলে যাব? এখানে তো থাকারও জায়গা নেই আমার। এখন আমি আগামীকাল পর্যন্ত কোথায় থাকব? আমাদের আগে থেকে বলতে পারত, আজ টিকা দেবে না। তাহলে আমিও কষ্ট করে আসতাম না।’