করোনার সংক্রমণ বৃদ্ধি, নেত্রকোনায় সীমান্তবর্তী দুই উপজেলায় কঠোর বিধিনিষেধ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/06/21/netrakona-corona.jpg)
নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় নেত্রকোনার ভারতীয় সীমান্তবর্তী দুই উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে দুর্গাপুর উপজেলায় ৯ জন।
গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই বিধিনিষেধ জারি করা হয়। দুই উপজেলায় মাইকিং করে জনসাধারণকে এ বিষয়টি অবহিত করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েকদিন ধরে সীমান্তের দুই উপজেলার বিভিন্ন এলাকায় করোনাভাইরাসের প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় মানুষের স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে এ বিধিনিষেধ আরোপ করা হয়।
বিধিনিষেধের মধ্যে রয়েছে, সীমান্ত এলাকায় ওষুধের দোকান ছাড়া অন্যান্য দোকানগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখতে হবে। দুই উপজেলার ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখতে হবে। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ নিজ বাড়ির বাইরে যেতে পারবে না।
মৃতদেহ সৎকার বা জরুরি চিকিৎসাসেবায় মাস্ক পরে, হ্যান্ড স্যানিটাইজারসহ জীবাণুনাশক ব্যবহার করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দিনের বেলা কাঁচাবাজারগুলো উম্মুক্ত স্থানে নিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান বলেন, ‘করোনার সংক্রমণ যাতে না বাড়ে সেজন্য আমরা কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায় আমরা বিধিনিষেধ দিয়েছি। কাউকে কোথাও করোনা শনাক্ত পাওয়া গেলে আমরা তাকে দ্রুত হোম কোয়ারেন্টিন অথবা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ব্যবস্থা করছি। আশপাশের এলাকায় বিধিনিষেধ দিচ্ছি, যাতে এটা বেশি না ছড়াতে পারে।’