করোনার নতুন আতঙ্ক নিয়ে যা বললেন আইইডিসিআরের কর্মকর্তা

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর প্রচারিত হয়েছে বা আতঙ্কের সৃষ্টি হয়েছে তা সত্য নয় বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
আজ সোমবার (২৪ মার্চ) আইইডিসিআরের ভাইরোলজি বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এনটিভি অনলাইনকে বিষয়টি জানান।
এর আগে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে বলে অনলাইনে ছড়িয়ে পড়ে। বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলে ঊর্ধ্বতন ওই কর্মকর্তা বলেন, এটা আমাদের চোখেও পড়েছে। আইইডিসিআর স্বাস্থ্য অধিদপ্তরে এমন কোনো তথ্য দেয়নি। তা ছাড়া অধিদপ্তরের করোনা সেলের বাইরে প্রতিষ্ঠানটি এ ধরনের তথ্য সরবরাহ করে না। সংবাটির কোনো সত্যতা নেই। এটা গুজব। করোনায় এখন তেমন রোগী আসে না। দুই-একজন বিভিন্ন এলাকা থেকে এলেও মৃত্যুর সংখ্যা শূন্য।
ওই কর্মকর্তা বলেন, আপনি পরিচালক মহাদয়ের সঙ্গে কথা বলুন। তিনি ছাড়া কেউ সরাসরি বক্তব্য দিতে পারবে না। এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরও এ ধরনের কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। তবে নেট দুনিয়ায় এমন তথ্য ছড়িয়ে পড়ায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়।
এ বিষয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি মিটিংয়ে আছি আপনাকে পরে কল দেব।’