করোনার সচেতনতায় নরসিংদীতে পুলিশের লিফলেট বিতরণ

নরসিংদীতে করোনাভাইরাস মোকাবিলায় এলাকায় বিভিন্ন যানবাহন, যাত্রীসাধারণ ও পথচারীদের মধ্যে করোনাভাইরাস প্রতিরোধে সতর্কতামূলক লিফলেট বিতরণ করেছে জেলা পুলিশ।
আজ বিকেলে মাধবদী পৌর মেয়র ও নরসিংদী সাহেপ্রতাব মোড় এলাকায় পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার পৃথকভাবে এ লিফলেট বিতরণ করেন।
এ ছাড়া নরসিংদীতে করোনাভাইরাস সন্দেহে দুজনকে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে।
করোনাভাইরাস প্রতিরোধে ও আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নরসিংদীর বেলাব উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সকে আইসোলেশন সেন্টার ঘোষণা করা হয়েছে। পর্যায়ক্রমে এখানে ১০০ শয্যার ব্যবস্থা করা হবে।
এ ছাড়া নরসিংদীর জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে বিভিন্ন পর্যায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। সেইসঙ্গে নরসিংদীর ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সদর হাসপাতালসহ সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন।
এদিকে মনোহরদী উপজেলার পরিষদ মিলনায়তনে করোনাভাইরাসের সচেতনতামূলক সভা করেছেন নরসিংদী-৪ মনোহরদী বেলাবো আসনের সাংসদ ও শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
এ ছাড়া মাধবদী পৌর মেয়র মোশারফ হোসেন প্রধান মানিক ও মাধবদী থানা পুলিশের উদ্যোগে মহাসড়কের বিভিন্ন যানবাহনের যাত্রীদের করোনাভাইরাস রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।