করোনায় আক্রান্ত ঢাবির উপাচার্য
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/09/06/du-upacharjo.jpg)
করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বর্তমানে নিজ বাসভবনে আইসোলেশনে আছেন তিনি।
আজ মঙ্গলবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে উপাচার্য বলেন, আমার বঙ্গভবনে যাওয়ার কথা ছিল, সেজন্য গত ৩ সেপ্টেম্বর করোনা পরীক্ষার স্যাম্পল দেওয়া হয়। পরে ডাক্তার বললেন, আমি কোভিড পজিটিভ। হেলথ প্রটোকল মেনে চারদিন আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছে ডাক্তার। সে অনুযায়ী এখন বাসায় অবস্থান করছি। আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থ আছি।
উপাচার্য বলেন, চারদিন পর করোনার কোনো উপসর্গ না থাকলে আবারো স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারব এবং অফিস করতে পারব।
দ্রুত স্বাভাবিক কার্যক্রমে ফিরতে দোয়া চেয়েছেন উপাচার্য।
এর আগে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান করোনাভাইরাসের দুই ডোজসহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বুস্টার ডোজ নিয়েছিলেন।