করোনায় বিশিষ্ট গাইনোকলজিস্ট মজিবুর রহমানের মৃত্যু

ময়মনসিংহের বিশিষ্ট গাইনোকলজিস্ট মজিবুর রহমান খান হীরা নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গতকাল রোববার রাত ১০টার দিকে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ময়মনসিংহ শাখার সভাপতি ডা. মতিউর রহমান ভূঁইয়া ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ—ড্যাবের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ডা. এ কে এম ওয়ালি উল্লাহ এ খবর নিশ্চিত করেছেন।
মজিবুর রহমান হীরা ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের অবসরপ্রাপ্ত চিকিৎসক। তিনি মমেকের দশম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, দুই সপ্তাহ আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমে ময়মনসিংহ ও পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মজিবুর।
মজিবুর রহমান খান দীর্ঘদিন ধরে ড্যাবের ময়মনসিংহ জেলা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) শাখার ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তিনি সংগঠনটির আজীবন সদস্য বলেও জানান ডা. এ কে এম ওয়ালি উল্লাহ। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।