করোনায় মারা গেলেন পাবলিক হেলথের সাবেক পরিচালক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার ইনস্টিটিউট অব পাবলিক হেলথের সাবেক পরিচালক ডা. নির্মলেন্দু চৌধুরী মারা গেছেন। ছবি : সংগৃহীত
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইনস্টিটিউট অব পাবলিক হেলথের সাবেক পরিচালক ডা. নির্মলেন্দু চৌধুরী (৬৩) মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) পরিচালক ডা. মিলি দে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ।
ডা. নির্মলেন্দু চৌধুরীর বাড়ি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায়। ২০১৮ সালের মার্চ মাসে তিনি ইনস্টিটিউট অব পাবলিক হেলথের পরিচালক হিসেবে অবসর নেন।
বিডিএফ জানিয়েছে, দেশে গত ৮ মার্চ করোনাভাইরাস ধরা পড়ার পর থেকে এ পর্যন্ত এক হাজার ১১ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা গেছে ১১ জন। মোট শনাক্ত হয়েছে দুই হাজার ৭৬৮ জন এবং সুস্থ হয়েছে দুই হাজার ৩৭ জন।