না ফেরার দেশে ‘ও কৌন থি’ অভিনেতা মনোজ কুমার

না ফেরার দেশে মনোজ কুমার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। ও কৌন থি, ক্রান্তি সহ একগুচ্ছ হিট সিসেো উপহার দিয়েছেন এই কিংবদন্তি অভিনেতা। বর্ষীয়ান অভিনেতা মনোজ কুমার বেশ কিছুদিন ধরেই মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই তাঁর মৃত্যু হয়। তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন। এ ছাড়াও লিভার সিরোসিস ছিল মনোজ কুমারের। এসব কারণেই অভিনেতার মৃত্যু হয়েছে বলে হাসপাতালের মেডিকেল সার্টিফিকেটে জানানো হয়েছে।
মনোজ কুমারের আসল নাম ছিল হরিকৃষ্ণন গোস্বামী। ১৯৫৭ সালে মাত্র ২০ বছর বয়সে তিনি ফ্যাশন সিনেমার হাত ধরে বলিউডে পা রাখেন। এরপর ১৯৬১ সালে ‘কাচ কি গুড়িয়া’ সিনেমার হাত ধরে জনপ্রিয়তা পান। সেটাই ছিল তার প্রথম বড় ব্রেক। এরপর আর তাকে পিছু ফিরে তাকাতে হয়নি। তার ‘গুমনাম’ সিনেমা ছিল ১৯৬৫ সালের সব থেকে বেশি আয় করা সিনেমা। এই থ্রিলার সেই সময় ২.৬ কোটি টাকার ব্যবসা করেছে।
পরর্বতীতে মনোজ কুমার একাধিক দেশপ্রেম বা দেশাত্মবোধক সিনেমাতে কাজ করেছেন। রোটি কাপড়া অর মাকান, ও কৌন থি’সহ একাধিক হিট উপহার দিয়েছেন তিনি। ফলে তিনি ফিল্মফেয়ারসহ একাধিক পুরস্কার পেয়েছেন। পদ্মশ্রী সম্মানে ১৯৯২ সালে সম্মানিত হন তিনি। দেশাত্মবোধক চলচ্চিত্রের জন্য তিনি ‘ভারত কুমার’ নামেও পরিচিত ছিলেন।