করোনায় মোংলা পোর্ট পৌরসভার কর আদায়কারীর মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকার সময়ে বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার কর আদায়কারী ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুশান্ত সরকার। ছবি : এনটিভি
করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার কর আদায়কারী ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুশান্ত সরকার মারা গেছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি পৌরসভার মুসলিমপাড়া এলাকার বাসিন্দা।
পৌর কর্মকর্তা সুশান্তের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পৌর মেয়র আলহাজ মো. জুলফিকার আলী।
এদিকে, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সুশান্তের মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ আবদুর রহমান ও সাধারণ সম্পাদক আলহাজ শেখ কামরুজ্জামান জসিম।