করোনা উপসর্গ নিয়ে খুলনা মেডিকেলে দুই রোগীর মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুজন মারা গেছেন। তাঁদের একজন পুরুষ, অন্যজন নারী। তাঁদের বাড়ি যশোর জেলায়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা মুখপাত্র ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস জানান, যশোরের ঝিকরগাছা উপজেলার ফারুখ হোসেন (৫২) জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গতকাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল মধ্যরাতে তাঁর মৃত্যু হয়। অন্যদিকে যশোরের মনিরামপুর উপজেলার তাহমিনা (৩৬) কিডনি সমস্যাজনিত কারণে এখানে ভর্তি হন। রাতে তাঁর শ্বাসকষ্ট বাড়লে আইসোলেশন ওয়ার্ডে তাঁকে রেফার্ড করা হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁদের দুজনের নমুনা সংগ্রহ করা হয়েছে।