করোনা উপসর্গ নিয়ে ভর্তির ৫ ঘণ্টার মাথায় রোগীর মৃত্যু

বাগেরহাট জেলা সদর হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়া এক রোগী মারা গেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরেই সদর উপজেলার ওই রোগী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে এলে তাঁকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।
বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. বেলফার হোসেন বলেন, ‘করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ওই রোগী ভর্তির পাঁচ ঘণ্টা পর আজ সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পর তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই রোগীর পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।’
এদিকে, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে।