করোনা নিয়ে গণমাধ্যমকর্মীদের সতর্ক করল আইইডিসিআর

যেখানে গণজমায়েত হয়, যে হাসপাতালে করোনাভাইরাসে সংক্রমিত রোগী আছেন এবং কোয়ারেন্টিনে আছেন সেসব স্থান এড়িয়ে চলতে গণমাধ্যমকর্মীদের অনুরোধ করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
আজ মঙ্গলবার রাজধানীর মহাখালীতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা গণমাধ্যমকর্মীদের এ অনুরোধ করেন।
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গণমাধ্যমকর্মীরা সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন হলে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেন। তিনি বলেন, দেশে আরো দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের নমুনা সংগ্রহের মাধ্যমে পরীক্ষা করার পর এ দুজনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।
ডা. ফ্লোরা জানান, নতুন করে যে দুজন আক্রান্ত হয়েছেন, তারা পুরুষ। একজন ইতালি থেকে এসেছেন, আরেকজন যুক্তরাষ্ট্রপ্রবাসীর স্বজন। একজন ছিলেন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে, আরেকজন একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি একজন আক্রান্তের সংস্পর্শে থেকে সংক্রমিত হয়েছেন।
আইইডিসিআরের পরিচালক জানান, করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ১৬ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৪৩ জন। অতিরিক্ত সতর্কতা হিসেবে দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের সবাইকে সচেতন হতে হবে।