করোনা সংক্রমণ ঠেকাতে ফেনীতে খোলা মাঠে হাটবাজার

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ফেনীর বিভিন্ন এলাকার জনাকীর্ণ স্থান থেকে খোলা মাঠে হাট-বাজার সরিয়ে নেওয়া হয়েছে। এসব বাজার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ফেনী জেলা শহরের বাইরে সোনাগাজী, ছাগলনাইয়া, দাগনভুঞাও পরশুরামে ইতোমধ্যে হাটবাজার সরিয়ে খোলা মাঠে স্থানান্তর করা হয়েছে। ফেনী শহরতলীর হাজিরবাজার-হাট স্থানান্তর করা হয় গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে, সোনাগাজী পৌর শহরের কাঁচাবাজারকে স্থানান্তর করে সোনাগাজী ছাবের সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে, ছাগলনাইয়া জমদ্দার বাজারের কাঁচাবাজার সাময়িকভাবে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানান্তর করা হয়েছে।
ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া তাহের জানান, করোনার বর্তমান পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া উচ্চ বিদ্যালয় মাঠে বাজার বসানো হয়েছে।
স্থানীয়রা জানান, নির্ধারিত দূরত্ব বজায় রেখে সকাল থেকে চলছে বেচাকেনা। উপজেলার অন্যতম বৃহৎ বাজার হওয়ায় স্থানীয়দের জন্য বাজারটি বেশ গুরুত্বপূর্ণ। সীমান্তবর্তী উপজেলা পরশুরাম পৌর শহরের বাজারটিতে বিভিন্ন এলাকা থেকে আগত লোকজন বাজার করে থাকেন। তাই ভিড় এড়াতে বাজারের একপাশে অবস্থিত পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে
হাট স্থানান্তর করা হয়েছে। এছাড়া জেলার আরো বিভিন্ন স্থানের হাটবাজার জনাকীর্ণ স্থান থেকে খোলা মাঠে সরিয়ে নেওয়া হবে জানান জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।