করোনা সন্দেহে ৪ জন খুমেকের আইসোলেশন ইউনিটে

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এখন পর্যন্ত চারজনকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। এর মধ্যে জ্বর, সর্দি-কাশিসহ করোনার বিভিন্ন উপসর্গ থাকায় এক স্কুল শিক্ষকসহ দুজনকে আজ বৃহস্পতিবার খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের দুজনকে করোনা আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন খুমেকের পরিচালক ডা. এ টি এম মঞ্জুর মুর্শেদ।
এর আগে গত মঙ্গলবার রাতে একই ধরনের উপসর্গ নিয়ে খুলনা মহানগরের পুলিশ কনস্টেবল ও তাঁরা বাবাকে করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। ফলে খুমেকে হাসপাতালে করোনা সন্দেহে মোট চারজন ভর্তি রয়েছেন।
খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শৈলেন্দ্রনাথ জানান, একটি বিদ্যালয়ের শিক্ষিকা চিকিৎসার জন্য তাঁর বান্ধবীকে নিয়ে হাসপাতালে আসেন। বিদেশ ভ্রমণ বা বিদেশিদের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকলেও ওই শিক্ষকের মধ্যে করোনার মৃদু উপসর্গ রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ সব বিবেচনা করে দুজনকেই ভর্তি দেখিয়ে করোনা আইসোলেশন ইউনিটে রেখেছে। এখন তাঁদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে।
এদিকে খুমেকের পরিচালক ডা. এ টি এম মঞ্জুর মুর্শেদ জানান, খুলনায় করোনা নির্ণয়ের কোনো যন্ত্রপাতি বা কিট নেই। এখন পুরো বিষয়টি কার্যকর হতে কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগবে। তিনি বিষয়টিকে খুলনার সঙ্গে অমানবিক আচরণ বলেও উল্লেখ করেন।