করোনা সন্দেহ, এলাকায় একসঙ্গে থাকতে বাসিন্দাদের আপত্তি

ময়মনসিংহে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এক নারীকে (৫৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই নারীর সঙ্গে এলাকায় থাকতে বাসিন্দারা আপত্তি জানালে শহরের সূর্যকান্ত হাসপাতালে আজ বিকেল ৪টার দিকে তাঁকে ভর্তি করা হয়। ওই নারী বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পর্যবেক্ষণে রয়েছেন।
চিকিৎসকরা বলছেন, ওই নারী পাঁচদিন ধরে জ্বরসহ করোনার বিভিন্ন উপসর্গে ভুগছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের সহকারী পরিচালক সাইফুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা পজিটিভ না হলে ওই নারীকে ছেড়ে দেওয়া হবে।
এদিকে, ময়মনসিংহ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আনিছুর রহমান বলেন, ‘ওই নারী বেশ কিছুদিন ধরে জ্বর-কাশিসহ বিভিন্ন উপসর্গে ভুগছেন। উনি যে এলাকার বাসিন্দা, সেখানকার লোকজন তাঁর সঙ্গে এলাকায় বসবাস করতে আপত্তি তুললে তাঁকে সূর্যকান্ত হাসপাতালে পাঠাই।’
এদিকে জেলা স্বাস্থ্য অফিসের পরিসংখ্যান কর্মকর্তা কামরুল হাসান জানান, গত ২৪ ঘণ্টায় ৯৭ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। জেলায় এখন পর্যন্ত মোট ৮৩৫ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪৪১ জন।