করোনা সুরক্ষায় নিজেদের তৈরি ‘ফেইস শিল্ড’ দিল বাকৃবি

করোনা সংক্রমণ থেকে অধিক সুরক্ষায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পক্ষ থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসকদের নিজেদের তৈরি ‘ফেইস শিল্ড’ হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে বাকৃবির ফ্যাব ল্যাবে তৈরি করা ‘ফেইজ শিল্ড’ হস্তান্তর করা হয়।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসানের পক্ষে রেজিস্টার সাইফুল ইসলাম ও ফ্যাব ল্যাবের চিফ টেকনোলজিস্ট নাজমুল হুদার কাছে থেকে ‘ফেইস শিল্ড’ গ্রহণ করেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. চিত্তরঞ্জন দেবনাথ। এ সময় ডা. গোবিন্দ কান্তি পালসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
বাকৃবি কর্তৃপক্ষ এই ফেইস শিল্ড সম্পর্কে জানান, এটা ব্যবহারে করোনা সংক্রমণের ঝুঁকি কমবে। এ ছাড়া চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের পিপিই ও মাস্কের ব্যবহারের পাশাপাশি অধিকতর সুরক্ষা পাবে।