কলেজছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে মাইক্রোচালকের কারাদণ্ড

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ইভটিজিং করার অপরাধে মাইক্রোবাস চালক সোবহান মিয়াকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মিনহাজুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত সোবহান মিয়া (৩৫) শায়েস্তাগঞ্জ পৌরসভার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা।
জেলা প্রশাসন সূত্র জানায়, শায়েস্তাগঞ্জ শহরে ওই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কেনাকাটা করতে বের হলে মাইক্রোবাস চালক সোবহান মিয়া ইভটিজিং করেন। এ সময় ওই শিক্ষার্থী চিৎকার করলে স্থানীয় জনতা তাকে আটক করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থীর আবেদন, স্থানীয়দের সাক্ষ্য এবং অভিযুক্ত চালক তার দোষ স্বীকার করায় তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের বিচারক বিষয়টি যাচাই-বাছাই করে ঘটনার সত্যতা পাওয়ায় আসামি সোবহান মিয়াকে কারাদণ্ড দেন। দণ্ডিত আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’