কানের দুল ছিনিয়ে নিয়ে শিশুকে হত্যার অভিযোগ, দম্পতি আটক
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পপি সাহা (৭) নামের এক শিশুর কানের স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে তাকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বামনী ইউনিয়নের সাগরদী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু পপি সাহা (৭) উপজেলার নির্মল সাহার মেয়ে ও সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এমরান হোসেন ও রুমা আক্তার নামের দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। আটককৃতরা পরস্পর স্বামী-স্ত্রী। পরে বিকেল ৪টার দিকে ওই প্রতিবেশীর ঘর থেকে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে বেলা ১১টার দেক নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি ওই শিশু।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, স্থানীয় একটি ঘর ভাড়া নিয়ে এমরান ও রুমা আক্তার দম্পতি বসবাস করে আসছিলেন। প্রতিবেশী হিসেবে ওই ঘরে যাতায়াত করত শিশু পপি। আজ সকাল ১১টায় নিজ ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি শিশুটি। খোঁজাখুঁজির পর ওই দম্পতির ঘরের খাটের নিচে শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্বজনরা। এর ফলে ওই দম্পতিকে আটক করে বেঁধে রাখে এলাকাবাসী।
এ সময় এমরান ও তার স্ত্রী শিশুর স্বর্ণালংকার নিয়ে তাকে হত্যার কথা স্বীকার করে বলে জানান স্থানীয়রা। পরে তাদেরক পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
নিহত শিশুর মা ববিতা রানী সাহা জানান, তিন আনা ওজনের স্বর্ণের দুল কানে পরা ছিল পপির। সকালে খুলতে গেলে কানে ব্যথা পাবে বলে চলে আসে এরপর আর বাড়ি ফেরেনি সে। এ ঘটনার বিচার দাবি করেন মাসহ স্বজন ও এলাকাবাসী।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, শিশুর মরদেহটি উদ্ধার করা হয়েছে, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডই মনে হচ্ছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের পর পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।