ইটের আঘাতে ভাগিনার মৃত্যু, মামা-মামাতো ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীর খিলগাঁও মেরাদিয়া এলাকায় সুমন গাজী (৪৫) নামে এক ব্যক্তিকে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগে আপন মামা ও দুই মামাতো ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৬টার দিকে মেরাদিয়া মধ্যপাড়া মসজিদ গলিতে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সুমনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্তা কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন। তিনি বলেন, প্রথমে দুই মামাতো ভাই বিপ্লব ও হৃদয় এবং পরে মামা মোস্তফাকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
নিহত সুমনের বড় ভাই আলমগীর হোসেন বলেন, তারা মেরাদিয়া মসজিদে গলির মুক্তারের বাড়িতে থাকতেন। একই গলিতে তার মামা মোস্তফা পরিবার নিয়ে থাকেন। আজ সকালে মামার বাড়ির সামনে সুমনের সাথে হাতাহাতি হয় মামা মোস্তফার। এক পর্যায়ে মামা মোস্তফা তার দুই ছেলে, মেয়ে ও স্ত্রী মিলে সুমনকে ধরে ঘরের ভেতর নিয়ে সেখানে ইট দিয়ে মাথায় আঘাত করে। মেরে ফেলার পর তাকে গলির মসজিদের পাশে ফেলে রেখে যায়।
আলমগীর হোসেন আরও বলেন, সুমনের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কারওয়ান বাজারে কাঁচামাল কুড়িয়ে সেগুলো বিক্রি করতেন তিনি। দুই বছর আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন। এরপর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন সুমন। তার চলাফেরায় অস্বাভাবিকতা দেখা যায়। আজ সকালে সুমন তার আপন মামা মোস্তফার ঘরের জানলা ভেঙেছে এই অভিযোগ করে সুমনকে খুন করেছেন তিনি ও তার পরিবার। এর আগেও সুমনকে তিনি মারধর করেছিলেন।