কারওয়ান বাজারে ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক (২৫) নিহত হয়েছেন। কারওয়ান বাজারের প্রিন্স হোটেলের সামনে গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন তিনি।
পথচারীদের বরাত দিয়ে বাচ্চু মিয়া বলেন, ‘ওই যুবকের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পথচারীরা তাঁকে রক্তাক্ত অবস্থায় প্রথমে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে ঢামেক হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর পরনে ছিল জিনস ও টি শার্ট।’
এ ব্যাপারে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, ‘আমরা ঘটনাটি শোনার পর ঘটনাস্থলে যাই, কিন্তু কাউকে পাইনি। আমাদের ধারণা, ছুরিকাঘাত করার পর দুর্বৃত্তরা পালিয়ে গেছে। আমরা তাদের ধরার চেষ্টা করছি।’