কারা মহাপরিদর্শকের গাড়িবহরের গাড়ির ধাক্কায় আ.লীগ নেতার মৃত্যু
জামালপুর সদর উপজেলায় কারা মহাপরিদর্শকের গাড়িবহরের একটি গাড়ির ধাক্কায় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। উপজেলায় শেখ হাসিনা মেডিকেল কলেজ সংলগ্ন পৌরসভার ডাম্পিং স্টেশনের সামনে জামালপুর বাইপাস সড়কে গতকাল সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আওয়ামী লীগের ওই নেতার নাম সৈয়দ গোলাম সরোয়ার আকা।
গোলাম সরোয়ার আকা জামালপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি শহরের হাট চন্দ্রা এলাকায় থাকতেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানান, গোলাম সরোয়ার আকা সোমবার বিকেলে মোটরসাইকেলে করে শহর থেকে বাড়ি ফিরছিলেন। এর মধ্যে শেখ হাসিনা মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা কারা মহাপরিদর্শকের গাড়ি বহরের একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেখ হাসিনা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।