করোনাভাইরাস
কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দর দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ

(কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দর) ছবি : এনটিভি
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতীয় সীমান্তবর্তী কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দর দিয়ে দুই দেশের যাত্রীদের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে।
বন্দরের বাংলাদেশের সীমান্তের প্রবেশ পথে বিশেষ মেডিকেল টিম কাজ করলেও আজ রোববার দুপুরের পর থেকে কোনো যাত্রী না থাকায় মেডিকেল টিমের কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে। তবে বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানি চলমান রয়েছে।
গতকাল শনিবার বাংলাদেশ থেকে ২০০ ট্রাক কয়লা ও সিমেন্ট ভারতে রপ্তানি হলেও আজ ভোর থেকে দুপুর পর্যন্ত মাত্র ২০ ট্রাক সিমেন্ট ও কয়লা ভারতে রপ্তানি হয়। দুপরের পর থেকে আর কোনো পণ্যবাহী সিমেন্ট ও কয়লার ট্রাক ভারতে প্রবেশ করেনি।
ভারতে পণ্য রপ্তানির ক্ষেত্রে কোনো ধরনের বিধি-নিষেধ এখনো আরোপিত হয়নি বলে জানায় বিবিরবাজার স্থলবন্দর কর্তৃপক্ষ।