কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/02/03/kusthia_0.jpg)
কুষ্টিয়ার ভেড়ামারা ও মিরপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার সকালের দিকে এ দুর্ঘটনা দুটি ঘটে।
জেলার ভেড়ামারায় নিহতরা হলেন যশোর জেলার কোতোয়ালি থানা এলাকার আবুল হোসেনের ছেলে ট্রাকচালক মো. রাশেদ (৩২) ও একই এলাকার মহিউদ্দিনের ছেলে হেলপার মো. ইয়ামিন (২৪)।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. জুলহাস উদ্দিন জানান, ভেড়ামারার ১২ মাইলে শাহারা তেল পাম্পে সামনে রং সাইডে একটি ট্রাক পার্কিং করে গাড়ির মধ্যেই ঘুমিয়ে ছিলেন চালক ও হেলপার। আজ ভোর ৫টার দিকে ঘন কুয়াশার মধ্যে পাবনা থেকে ছেড়ে আসা একটি ট্রাক ওই এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ঘুমিয়ে থাকা চালক রাশেদ ও হেলপার ইয়ামিন নিহত হন। নিহতদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অপরদিকে, আজ সকাল ১০টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওপাড়ায় ড্রাম ট্রাকের চাপায় চাঁদ আলী মল্লিক (৬০) নামের এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। নিহত চাঁদ আলী মল্লিক মিরপুর পৌরসভার নওপাড়া এলাকার মৃত আজিজুল ইসলাম মল্লিকের ছেলে।