কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপরে ওঠা যুবক আটক, তিন পুলিশ প্রত্যাহার

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপরে উঠে ভাইরাল যুবককে অবশেষে আটক করেছে পুলিশ। অন্যদিকে দায়িত্বে অবহেলার কারণে প্রত্যাহার করা হয়েছে তিন পুলিশ সদস্যকে।
আজ শনিবার বিকেল চারটার দিকে বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপরে ওঠা এক যুবকের ছবি ভাইরাল হলে সমালোচনা শুরু হয়। এরপর নড়েচড়ে বসে কুষ্টিয়ার প্রশাসন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, শনিবার বিকেল সোয়া ৩টার দিকে প্রকাশ্য দিবালোকে শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর শার্ট ও প্যান্ট পরিহিত এক যুবক দাঁড়িয়ে ছিলেন। প্রায় ৫ মিনিট অবস্থানকালে ওই যুবক স্থানীয়দের অনুরোধে নেমে আসেন।
স্থানীদের জানান, ২০২০ সালের ৪ ডিসেম্বর মধ্যরাতে এই ভাস্কর্যটি ভাঙচুর করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। তারপর থেকেই ওই ভাস্কর্যের নিরাপত্তায় সেখানে সার্বক্ষণিক ৫ জন পুলিশ মোতায়েন থাকে। কিন্তু তাদের দায়িত্ব অবহেলার কারণে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটল।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিকেল ৫টার দিকে ওই যুবককে আটকের কথা নিশ্চিত করেন। যদিও ওই যুবক মানসিক প্রতিবন্ধী উল্লেখ করে তিনি জানান, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।
প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলেন- এএসআই প্রদীপ কুমার, কনেস্টেবল বিকাশ চন্দ্র ও মহিদুল ইসলাম।