কয়লাভিত্তিক ১০ বিদ্যুৎ প্রকল্প বাতিলের সিদ্ধান্ত

দেশের বিভিন্ন স্থানে নির্মাণাধীন কয়লাভিত্তিক ১০টি বিদ্যুৎ প্রকল্প বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সচিবালয়ে আজ রোববার সংবাদ সম্মেলনে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলো বাতিলে সরকারি সিদ্ধান্তের কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
প্রতিমন্ত্রী বলেন, সময়মতো উৎপাদনে আসতে না পারায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাতিল করা প্রকল্পগুলো হলো—পটুয়াখালী এক হাজার ৩২০ (৬৬০ + ৬৬০) মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, উত্তরবঙ্গ এক হাজার ২০০ মেগাওয়াট থার্মাল বিদ্যুৎ প্রকল্প, মাওয়া ৫২২ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, ঢাকা ২৮২ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, চট্টগ্রাম ২৮২ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, খুলনা ৫৬৫ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, মহেশখালী এক হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, মহেশখালী এক হাজার ৩২০ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, বাংলাদেশ-সিঙ্গাপুর ৭০০ মেগাওয়াট আল্ট্রাসুপার কোল পাওয়ার প্লান্ট এবং সিপিজিসিবিএল এক হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ভবিষ্যতে কোনো অঞ্চলে কী পরিমাণ বিদ্যুৎ লাগবে, তার ওপর ভিত্তি করে ভবিষ্যত পরিকল্পনা তৈরি করা হচ্ছে। আমাদের হাতে যে পরিমাণ পাওয়ার প্ল্যান্ট আছে এবং আগামীতে যে পরিমাণ আমরা পাব, এতে দেখা যাচ্ছে আমাদের প্রায় ১৩ হাজার মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট আগামী ২০৪১ সালের মধ্যে অতিরিক্ত থাকবে।’