খাগড়াছড়িতে অসহায় বৃদ্ধাকে ঘর দিল সেনাবাহিনী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে পাহাড়ের অসহায় এক বৃদ্ধা নারীর ঘর নির্মাণ করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোনের সদস্যরা।
স্বামী-সন্তান হারা ওই বৃদ্ধা দুই নাতিকে নিয়ে শীত, বর্ষা ও গ্রীষ্মে ভাঙা ঘরেই বসবাস করতেন। এমন দৃশ্য দেখে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয় সেনাবাহিনীর ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সদস্যরা।
আজ বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান অসহায় বৃদ্ধার হাতে নবনির্মিত ঘরের চাবি তুলে দেন। পাশাপাশি একই এলাকার বাসিন্দা স্নেহ কুমার চাকমাকেও তাঁর ঘর মেরামতের জন্য পাঁচ বান ডেউটিন দেওয়া হয়।
এ সময় মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নওরোজ নিকোশিয়ার, উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃলা দেব, পৌর মেয়র মো. শামসুল হকসহ সামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।