খাগড়াছড়িতে কলেজ শিক্ষকের বিরুদ্ধে দুদকের মামলা

সহকর্মীদের বিরুদ্ধে সরকারি তহবিল থেকে ১০ লাখ টাকা আত্মসাতের মিথ্যা অভিযোগ ও তদন্তকারী সংস্থাকে হয়রানির অভিযোগে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযুক্ত কলেজ শিক্ষকের নাম দীপক কান্তি চাকমা। তিনি মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক।
দুদক রাঙামাটি সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক জিএম আহসানুল কবীর বাদী হয়ে আজ বুধবার বিকেলে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসানের বিশেষ ট্রাইব্যুনালে মামলাটি করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী ১৫ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
মামলার এজহারের উদ্ধৃতি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার বলেন, ‘একই কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) আবুল হোসেনের বিরুদ্ধে জাল ও ভুয়া কাগজপত্র ব্যবহার করে সরকারি তহবিল থেকে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করেন সহকারী অধ্যাপক দীপক কান্তি চাকমা। দুদুক বিষয়টি আমলে নিয়ে দীর্ঘ তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এবং তদন্ত সংস্থাকে হয়রানির অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলাটি করে দুদক।’
এর আগে সহকারী অধ্যাপক দীপক কান্তি চাকমা একই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ নুরুল আফছারের বিরুদ্ধে জাল সনদ ও স্বাক্ষরের মাধ্যমে অবৈধভাবে নিয়োগ নেওয়ার অভিযোগ তোলেন। তদন্তে অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় ওই শিক্ষকের বিরুদ্ধে শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিলেন।