খাগড়াছড়িতে জনসংহতি সমিতির সংবাদ সম্মেলন

পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন নিয়ে অনেকে বিভ্রান্তিমূলক কথা বলছেন। চুক্তি বাস্তবায়ন না করতে এটি কৌশল বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এমএন লারমার কেন্দ্রীয় সহসভাপতি বিভূ রঞ্জন চাকমা।
আজ মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি সদরের একটি কনভেনশন সেন্টারে চুক্তির ২৪তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বিভূ রঞ্জন চাকমা বলেন, ‘বাংলাদেশের সংবিধানে আলোকে স্বাক্ষরিত এই চুক্তি দীর্ঘ দুই যুগেও বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে উপনিবেশিক কায়দায় দমন-পীড়ন, শোষণ ও অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে।
সংবাদ সম্মেলন থেকে ভূমি কমিশন বিধিমালা প্রণয়ন, পার্বত্য চট্টগ্রামের এক হাজার ৯০০ শাসন বিধি কার্যকর রাখা, স্থায়ী বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকা প্রণয়ন করে পার্বত্য জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদ নির্বাচনসহ সাত দফা দাবি উত্থাপন করা হয়।
সংবাদ সম্মেলনে জেএসএস-এমএন লারমার তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা, জেলা কমিটির সভাপতি আরধ্য পাল খীসা, মহিলা সমিতির কেন্দ্রীয় সদস্য সুস্মিতা চাকমাসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।