নার্সরাই রোগীদের দুঃখ-কষ্ট লাঘবের প্রধান ভরসা : বিএমইউ উপাচার্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেছেন, ‘নার্সরাই রোগীদের দুঃখ-কষ্ট লাঘবের প্রধান ভরসা। নার্সিংয়ের মতো মহৎ পেশার দায়িত্ব পালনে নিজেদের সেভাবেই গড়ে তুলতে হবে।’
আজ সোমবার (১২ মে) বিশ্ব নার্স দিবস উপলক্ষে বিএমইউ ক্যাম্পাসে আয়োজিত র্যালি শেষে এক আলোচনা সভায় এসব কথা বলেন উপাচার্য।
এবারের বিশ্ব নার্স দিবসের প্রতিপাদ্য হলো ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ। নার্সিং পেশার উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি।’
উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, ‘শুধু একটি চাকরির জন্য নার্সিং পেশা নয়। বর্তমানে বিশ্বব্যাপী নার্সিং পেশার ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে নিজেদের আন্তর্জাতিক মানের নার্স হিসেবে গড়ে তুলতে হবে। ইংরেজি ভাষা ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা অর্জনের ওপরও তিনি জোর দেন। বিএমইউর বর্তমান প্রশাসন নার্সিং পেশার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, বিশেষ করে উচ্চতর নার্সিং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এই কার্যক্রম বাস্তবায়িত হলে ও নার্সরা আন্তরিকভাবে নিজেদের সম্পৃক্ত করলে, নার্সিং পেশায় বাংলাদেশ আন্তর্জাতিক ক্ষেত্রেও সুনাম অর্জন করতে সক্ষম হবে।’

এর আগে, উপাচার্য মো. শাহিনুল আলম প্রধান অতিথি হিসেবে র্যালির উদ্বোধন করেন। র্যালিতে বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহারীন আখতার, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীনসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গ্রাজুয়েট নার্সিং বিভাগের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের নার্সরা অংশ নেন।
আলোচনা সভায় পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন ও গ্রাজুয়েট নার্সিং বিভাগের শিক্ষক মো. হারুন অর রশীদ গাজীসহ অন্যান্যরা বক্তব্য দেন।