খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার আবেদন শিগগির নিষ্পত্তি : আইনমন্ত্রী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/12/21/law-min.jpg)
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি চেয়েও যে আবেদন করা হয়েছে শিগগিরই তা নিষ্পত্তি করে মতামত জানিয়ে দেওয়া হবে। আবেদনটির আইনগত বিষয় খতিয়ে দেখা হচ্ছে, শিগগিরই এ বিষয়ে আপনারা জানতে পারবেন।’
রাজধানীর গুলশানে একটি মিলনায়তনে আজ মঙ্গলবার মানবাধিকারবিষয়ক এক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইনমন্ত্রী।
খালেদা জিয়ার বিষয়ে আইনমন্ত্রী আরও বলেন, “ফোজদারি কার্যবিধির ৪০১ ধারায় যে দরখাস্ত একবার নিষ্পত্তিকৃত হয়ে থাকে, সেই দরখাস্তকে আবার পুনরুজ্জীবিত করার কোনো ‘স্কোপ’ নেই। আমি আগেও এ কথা বলেছি। আমার এই আইনি ব্যাখ্যাই সঠিক।”
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বিএনপির ১৫ জন আইনজীবী আমার সঙ্গে দেখা করে যে বক্তব্য দিয়েছেন সে বিষয়ে এই উপমহাদেশের কোনো আদালতের কোনো নজির আছে কি না সেটা খতিয়ে দেখছি। পর্যালোচনা প্রায় শেষ প্রান্তে। কিছুদিনের মধ্যেই এই সিদ্ধান্ত পাওয়া যাবে।’