খালেদা জিয়ার মুক্তি শেখ হাসিনার কাছে ভিক্ষা চাই না : গয়েশ্বর

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ৯ দাবিতে খুলনার মহাসমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তি শেখ হাসিনার কাছে ভিক্ষা চাই না। আজকে আমাদের এই আন্দোলন জনগণের আন্দোলন। খালেদা জিয়ার মুক্তি শেখ হাসিনাকে দিতে হবে না। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে পারলে খালেদা জিয়াকে কেউ কারাগারে রাখতে পারবে না।
আজ শনিবার খুলনায় বিএনপির সমাবেশে গয়েশ্বর এসব কথা বলেন।
সরকারের সমালোচনা করে গয়েশ্বর বলেন, উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট এর জবাব দিতে হবে সরকারকে। পুলিশ চোর পাহারা দেওয়ার জন্য। চোর ধরার জন্য পুলিশ সন্ত্রাস পাহারা দেওয়ার জন্য নয়, সন্ত্রাস ধরার জন্য।
বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে খুলনায় গণপরিবহণ ও লঞ্চ বন্ধ রয়েছে। সমাবেশে যোগ দিতে নানা কৌশলে শুক্রবার রাতেই নেতাকর্মীরা খুলনায় আসেন। শনিবার দুপুর পৌনে ১২টায় নগরীর সোনালী ব্যাংক চত্বরে নির্ধারিত সময়ের আগেই সমাবেশ শুরু হয়। দলে দলে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। সমাবেশস্থল জনস্রোতে রূপ নেয়।
এদিকে সমাবেশকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। কোনো কোনো এলাকায় সশস্ত্র মহড়া দিতে দেখা গেছে তাদের। এ সময় বিএনপির নেতাকর্মীদের মারধর করারও অভিযোগ পাওয়া গেছে।
অন্যদিকে খুলনা রেলস্টেশন এলাকায় দুপুরে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রেলস্টেশনে ভাঙচুর করা হয়েছে। বিএনপির সমাবেশে আগত ব্যক্তিদের বাধা দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।