খুমেকের আরো দুই চিকিৎসক করোনায় আক্রান্ত

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আরো দুই চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন খুমেকের অধ্যক্ষ ডা. আব্দুল আহাদ।
এর আগে গতকাল আরো একজন চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছিল। এ কারণে খুমেক হাসপাতালের চিকিৎসকসহ ৪৪ সেবাকর্মীকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
খুমেক অধ্যক্ষ ডা. আব্দুল আহাদ বলেন, ‘খুমেক পিসিআর মেশিনে আজ মোট ২০১ জনের করোনা পরীক্ষা করা হয়। রাতে পাওয়া রিপোর্টে দুইজনের পজেটিভ এসেছে। আক্রান্ত মোট তিনজনের মধ্যে দুজন চিকিৎসক ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে এ মাসের ১০ তারিখে এসেছেন।’
এদিকে, গতকাল এক চিকিৎসকের করোনা নিশ্চিত হওয়ার পর থেকেই খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের সেবাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। আজ দুপুরের পর এই তিন চিকিৎসক এবং সংশ্লিষ্ট ১৬ জনসহ ৪৪ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আজ যে ২০১ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয় তার মধ্যে মেডিকেল কলেজের চিকিৎসকই ছিলেন ৪০ জন।
এই তিন চিকিৎসক নিয়ে খুলনাতে মোট চারজন করোনা রোগী শনাক্ত হয়েছে। প্রথম খুলনা করিমনগরের এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। তবে তাঁর বাসায় অন্যদের পরীক্ষা করে করোনা টেস্টে নেগেটিভ এসেছে।