খুমেকের চিকিৎসক করোনায় আক্রান্ত

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ইউরোলোজি বিভাগের চিকিৎসক এক সহকারী অধ্যাপক করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। খুমেক হাসপাতালের পরিচালক ডা. মুন্সী রেজা সেকেন্দার এ তথ্য নিশ্চিত করেছেন।
খুমেক পরিচালক জানান, আরো একজন চিকিৎসকের জ্বরসহ করোনা উপসর্গ রয়েছে। তাঁর পরীক্ষা আগামীকাল রোববার হবে।
আজ শনিবার বিকেলে খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৪৬ জনের পরীক্ষার পর একজনের রিপোর্ট পজিটিভ আসে। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক।
এর আগে খুলনা মহানগরীতে একজন অবসরপ্রাপ্ত ব্যাংকারের করোনাভাইরাস ধরা পড়েছিল। তিনি বর্তমানে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর মেশিনের পরীক্ষায় খুলনা ছাড়া যশোর, নড়াইল ও বাগেরহাটের একজন করে তিনজনের দেহে করোনাভাইরাস পাওয়া যায়।