খুমেকে করোনা উপসর্গে নারীর মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন এক নারী (৬০) করোনা উপসর্গ নিয়ে আজ বুধবার দুপুরে মারা গেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন করোনা মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস। মৃত নারীর নমুনা সংগ্রহ করা হয়েছে।
ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, ‘আজ সকালে খুলনার ডুমুরিয়া উপজেলা থেকে ওই বয়স্ক নারী করোনা উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। একই সঙ্গে তাঁর হৃদরোগও ছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তাঁর মৃত্যু হয়। করোনা উপসর্গ থাকায় তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।’