খুমেক হাসপাতালে করোনার উপসর্গে বৃদ্ধার মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ৬০ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে মৃত্যু হয় তাঁর। হাসপাতালের করোনা বিষয়ক মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস এ খবর নিশ্চিত করেছেন।
ডা. শৈলেন্দ্রনাথ জানান, দুই দিন আগে জ্বর, শ্বাসকষ্ট ও কাশি নিয়ে খুমেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন ওই বৃদ্ধা। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল শনিবার বিকেলে তাঁকে আইসোলেশন ওয়ার্ড থেকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে আজ সকালে তাঁর মৃত্যু হয়।
শৈলেন্দ্রনাথ বিশ্বাস আরো জানান, করোনা পরীক্ষার জন্য খাদিজার নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া তাঁর সঙ্গে থাকা স্বজনদের কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।