খুমেক হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আনসার (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোরে মৃত্যু হয় তাঁর। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনার করোনাবিষয়ক মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস।
শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, ‘মৃত ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই রোগী মাগুরা থেকে গতকাল সোমবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার বিভিন্ন উপসর্গ ছিল। আজ ভোরেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’
ওই ব্যক্তির সঙ্গে থাকা স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে বলেও জানান ডা. শৈলেন্দ্রনাথ।