খুলনায় অ্যাজাক্স পাটকল চালুর উদ্যোগ

রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধ হয়ে যাওয়ার পর দেশ-বিদেশে পাটজাত পণ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে। ফলে বেসরকারি মালিকানাধীন বন্ধ থাকা পাটকলগুলো নতুন করে চালু করার প্রক্রিয়া শুরু করেছে। খুলনা অ্যাজাক্স জুট মিলস মালিকপক্ষ খোলার প্রক্রিয়া হিসেবে নিয়ন্ত্রণ নিতে গেলে স্থানীয় যুবকরা বাধা দেয়। এ ঘটনায় মিল কর্তৃপক্ষ থানায় লিখিত এজাহার দায়ের করেছে।
খান জাহানআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন এ অভিযোগের সত্যতা স্বীকার করেছেন।
অ্যাজাক্স জুট মিল লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মো. কাওছার জামান বাবলা খান জাহানআলী থানায় করা লিখিত এজাহারে জানান, ২০ জুলাই মিলের পার্চেজিং কর্মকর্তা প্রভাষ রায় পুরাতন তালাগুলো পরিবর্তন করে সাতটি গুরুত্বপূর্ণ স্থানে নতুন তালা লাগান। ফিরে আসার সময় তালার চাবিসহ টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা।
লিখিত আবেদেনে প্রভাষ রায় আরো দাবি করেন, এর আগে সাজ্জাদুর রহমান লিংকনের বিরুদ্ধে আমলি আদালতে ৮৫ কোটি কোটি টাকা ক্ষতিপূরণ এবং অ্যাজাক্স জুট মিলের ভেতরে অবৈধভাবে গত পাঁচ বছর ধরে সারের গোডাউন বানিয়ে রাখার বিরুদ্ধ ফৌজদারি মামলাও করেন।
এ ব্যাপারে খান জাহানআলী থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এই থানাধীন মশিয়ালী গ্রামে চার হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের আটক করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযানে জন্য ব্যস্ত রয়েছে।
অ্যাজাক্স জুট মিল লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মো. কাওছার জামান এনটিভি অনলাইনকে আরো জানান, রাষ্ট্রায়ত্ত জুট মিলগুলো বন্ধের পর চালু থাকা বেসরকারি কলগুলো পাটজাত পণ্য বিশেষ করে চটের বস্তা চাহিদামতো সরবরাহ করতে পারছে না। তাই তিনি তাঁর মিলটি পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছেন। মিলটি চালু করলে প্রায় চার হাজার লোকের কর্মসংস্থান হবে। তিনি বিষয়টি নিয়ে পাট মন্ত্রণালয়, জেলা প্রশাসকসহ বিভিন্ন ঊর্ধ্বতন মহলে মিল চালুর বিষয়টি জানিয়েছেন। কিন্তু জোর করে সারের গোডাউন বানানোর কারণে এই সাজ্জাদুর রহমান লিংকন নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন।