খুলনায় এক থানার ১৩ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

খুলনা মেট্রোপলিটন পুলিশের খানজাহান আলী থানার এসআই, এএসআই ও পুলিশ কনস্টেবলসহ মোট ১৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
খানজাহান আলী থানার ১৮ জন পুলিশ সদস্যের করোনা পরীক্ষায় এই ১৩ জনের শনাক্ত হয়েছে। আরো ২৬ জনের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।
এ ব্যাপারে খান জাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাঁর ফেসবুকে বৃহস্পতিবার ভোরে পোস্ট করা এক স্ট্যাটাসে তাঁর থানার ১৩ সহকর্মীর করোনা পজিটিভ এবং তাঁর নিজেরটা নেগেটিভ বলে জানান।
এ ব্যাপারে খানজাহান আলী থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'আক্রান্তদের মধ্যে তিনজন এসআই, তিনজন এএসআই, পাঁচজন কনস্টেবল এবং বাকি দুজন এ থানায় কর্মরত ব্যাটেলিয়ান আনসার সদস্য।'
এসআই হারুন অর রশিদ আরো বলেন, 'এই থানায় মোট ৪৪ জন কর্মরত আছেন। এর মধ্যে প্রথম পরীক্ষার পর গতকাল মধ্যরাতে ১৮ জনের রিপোর্ট পেয়েছি। বাকি ২৬ জনের রিপোর্ট আজ অথবা আগামীকালের মধ্যে পাওয়া যাবে। করোনায় আক্রান্ত ১৩ জনকে থানায় আইসোলেশনে রাখা হয়েছে।'
এদিকে, খুলনা মেডিকেল কলেজের উপাধাক্ষ্য ডা. মেহেদী নেওয়াজ বলেন, 'গতকাল বুধবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৩৭৪টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ১৭২টি। এর মধ্যে শুধুমাত্র খুলনার সংগ্রহ ৩৫০টি নমুনার মধ্যে পজিটিভ ১৫৬টি। এর মধ্যে ফলোআপ আটটি, যশোরের তিনটি, বাগেরহাটের চারটি এবং নড়াইলের একটি রয়েছে।'
অপরদিকে, আজ বৃহস্পতিবার রাত ১১টা ৫৫ মিনিট থেকে খুলনা সিটি করপোরেশনের ১৭ এবং ২৪ নম্বর ওয়ার্ড লকডাউনের আওতায় এনে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এই লকডাউন বাস্তবায়নে প্রশাসন এবং সিটি করপোরেশন বিভিন্ন প্রস্তুতি নিয়েছে। লকডাউন এলাকার কেউ জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে আসতে পারবে না। তবে জরুরি সেবা এই লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছে। ১৭ নম্বর ওয়ার্ডের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সোনাডাঙ্গা বাস টার্মিনাল রয়েছে। মেডিকেল কলেজ হাসপাতাল লকডাউনের বাইরে থাকবে জানানো হলেও বাস টার্মিনালের বিষয় এখনও কোনো ঘোষণা আসেনি।
খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, 'খুলনায় ঈদের আগ পর্যন্ত গ্রিন জোন ছিল। কিন্তু পরবর্তীতে পরিস্থিতি ভয়াবহ সৃষ্টি হয়েছে। মোট ৩১টি ওয়ার্ডের ১৪টিই লকডাউন ঘোষণার সুপারিশ করা হয়েছিল। কিন্তু করোনা কমিটির বৈঠকে সার্বিক বিবেচনায় দুটি ওয়ার্ড আগে লকডাউন করার সিদ্ধান্ত হয়েছে।'